প্রকাশিত: Mon, Dec 19, 2022 4:20 PM
আপডেট: Wed, Jul 2, 2025 2:25 AM

চীন সফরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি উং

মিহিমা আফরোজ: অস্ট্রেলিয়ার ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে  চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী পেনি উং। গত চার বছরের মধ্যে এটিই হচ্ছে অস্ট্রেলিয়ার শীর্ষ কূটনীতিকের প্রথম চীন সফর। বাসস

সফরকালে তিনি চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ওয়াং ই এর সঙ্গে সাক্ষাত করবেন। বিশ্লেষকরা এটিকে দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়া চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায়। আমরা যেখানে পারি সেখানে চীনকে সহযোগিতা করবো। যেখানে দরকার সেখানে অবশ্যই দ্বিমত পোষণ করবো এবং আমরা জাতীয় স্বার্থে নিয়োজিত থাকবো।

সর্বশেষ ২০১৮ সালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীন সফর করেছিলেন। এরপর থেকে চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্কে ফাটল ধরা শুরু করে। রাজনীতিসহ নানা নৈতিক ইস্যুতে দুই দেশের মধ্যে মতনৈক্য বাড়তে থাকে। তবে, চীন এখনও অস্ট্রেলিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। অস্ট্রেলিয়া চীনকে প্রচুর আকরিক, ধাতব ও খনিজ সরবরাহ করে। এটি চীনের অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক অবদান রাখছে। এজন্য অস্ট্রেলিয়া চীনের সঙ্গে আবারও সুসম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করছে। সম্পাদনা: খালিদ আহমেদ